Tuesday, September 16, 2025

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান

এশিয়া কাপে বাংলাদেশ দলের সর্বকালের সেরা পেশার মোস্তাফিজুর রহমান। তিনি তার জায়গা পাকাপোক্ত করেছেন অনেক আগেই। এছাড়াও আরো কয়েকজন পেশার কে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন এই কয় জন পেসার বাংলাদেশ টি-টোয়েন্টি দলে রয়েছেন। তবে এদের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন কাটার মাস্টার।

এশিয়া কাপে বাড়তি আগ্রহ মোস্তাফিজুর এর

এশিয়া কাপ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “ইনশাআল্লাহ এশিয়া কাপে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হবো” এশিয়া কাপ নিয়ে বাংলাদেশী ক্রিকেটাররা স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণ হলে এই টুর্নামেন্টের শিরোপা অর্জন করবে টাইগাররা। দেখা যাক সেপ্টেম্বরে দুবাইয়ের মাটিতে কেমন পারফরম্যান্স করে টাইগাররা।

মোস্তাফিজকে নিয়ে নতুন কীর্তি করলো বাংলাদেশ ক্রিকেট দল

২০২৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিজ। আর যেগুলোর সবটিতেই জয় রয়েছে বাংলাদেশের। অন্যদিকে তাকে ছাড়া এবছর বাংলাদেশ দল খেলেছে ৭ টি টি-টোয়েন্টি ম্যাচ। যেগুলোর সবটিতেই পরাজিত হয়েছে তাদের। টি-টোয়েন্টিতে দ্যা ফিজের এমন কীর্তি ইতিহাসে এক বিরল ঘটনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments