বিশ্ব ক্রিকেটে লেগ স্পিনারদের জয়জয়কার, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে হাহাকার! জুবায়ার হোসেন থেকে অমিনুল ইসলাম,, কত এল আর গেল তার শেষ নেই। টাইগার ক্রিকেটে হতাশার মতো হারিয়ে গেছেন তারা। এমনই হতাশার মাঝেও বাংলাদেশ দলে আলো জাগিয়েছেন রিশাদ হোসেন।
গত ১ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার রিশাদ হোসেন। ২০২৪ এর পর থেকে টি-টোয়েন্টিতে ৫২ টি উইকেট নিয়ে সবার উপরে অবস্থান তার। এছাড়াও তালিকায় শাহিন শাহ আফ্রীদি ৫০ ও অ্যাডাম জাম্পা ৪৮ টি উইকেট নিয়েছেন।
চলুন দেখে নেই, অলরাউন্ডার রিশাদের টি-২০ ক্যারিয়ার পরিসংখ্যান:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খেলেছেন ৪৭ টি ম্যাচ, উইকেট শিকার করেছেন ৫৬ টি। ৭.৯৭ রিকোনোমি রেটে রিশাদের বোলিং এভারেজ মাত্র ২১.৭।
বর্তমানে দেশসেরা লেগ স্পিনার হলেও ব্যাটিং এ পাওয়ার হিটার রিশাদ হোসেন। ১২৯.৭ স্টাইক রেটে ব্যাটিং করে টি-টোয়েন্টিতে ১৮৮ রান সংগ্রহ করেছেন তিনি।
বোলিং-ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং এ অনবদ্য রিশাদ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৬ টি রানআউট এবং ২৬ টি ক্যাচে নিজের নাম লিখিয়েছেন।