Tuesday, September 16, 2025

তাড়াশে এক মহিলার বাড়ি জোড়পূর্বক দখল করার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আজিরন খাতুন (৫৪) নামের এক মহিলার ভোগদখলীয় সম্পত্তি (বাড়ি) জোড়পূর্বক বেদখল দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সগুনা ইউনিয়নের দিঘী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ওই মহিলা ৬ জনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে অভিযোগ করার অপরাধে রবিবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ওই মহিলার ভোগদখলীয় বাড়িতে হামলা, ভাংচুর, ঘরের মালামাল লুটপাট ও দখল করে নিয়েছে।

অভিযুক্তরা হলেন ওই একই গ্রামের বাসিন্দা মৃত কলম প্রামানিকের ছেলে ছমির উদ্দিন (৭০), ছমির উদ্দিনের ছেলে শাহিন (৩৫), মৃত ছবেদ আলীর ছেলে আয়াজ উদ্দিন (৬০) ও আমিরুল (৪০), মৃত আমজাদ ফকিরের ছেলে জহুরুল (৬০) ও সিরাজুল (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলীম গংয়ের নিকট থেকে গত ১৮ বছর পূর্বে আজিরণের স্বামী বেল্লাল ও ছেলে আতাউর রহমান ৫২ হাজার টাকার বিনিময়ে পজেশন ক্রয় করেন। পরে ওই অভিযুক্তরা গত ১২-০৫-২০২৪ইং তারিখে তাদের নিকট থেকে ফুসলায়ে ওই জায়গা বাবদ আরো ১ লক্ষ টাকা নেয়। এর কিছু দিন পর ওই ব্যক্তিরা আবারও ৫ লাখ টাকা দাবী করেন। এতে ভোগদখলী ব্যক্তিরা দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ওই জায়গা বেদখল দেয়ার পায়তারা করতে থাকে এবং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করেন। এ দিকে রবিার সকালে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে ভোগদখলীয় ওই মহিলার বাড়িতে হামলা, ভাংচুর ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ওই জায়গা বেদখল দেয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রফিকুল ইসলাম

তাড়াশ, সিরাজগঞ্জ।

৩১.০৮.২০২৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments