তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আজিরন খাতুন (৫৪) নামের এক মহিলার ভোগদখলীয় সম্পত্তি (বাড়ি) জোড়পূর্বক বেদখল দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সগুনা ইউনিয়নের দিঘী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ওই মহিলা ৬ জনকে অভিযুক্ত করে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে অভিযোগ করার অপরাধে রবিবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ওই মহিলার ভোগদখলীয় বাড়িতে হামলা, ভাংচুর, ঘরের মালামাল লুটপাট ও দখল করে নিয়েছে।
অভিযুক্তরা হলেন ওই একই গ্রামের বাসিন্দা মৃত কলম প্রামানিকের ছেলে ছমির উদ্দিন (৭০), ছমির উদ্দিনের ছেলে শাহিন (৩৫), মৃত ছবেদ আলীর ছেলে আয়াজ উদ্দিন (৬০) ও আমিরুল (৪০), মৃত আমজাদ ফকিরের ছেলে জহুরুল (৬০) ও সিরাজুল (৫৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলীম গংয়ের নিকট থেকে গত ১৮ বছর পূর্বে আজিরণের স্বামী বেল্লাল ও ছেলে আতাউর রহমান ৫২ হাজার টাকার বিনিময়ে পজেশন ক্রয় করেন। পরে ওই অভিযুক্তরা গত ১২-০৫-২০২৪ইং তারিখে তাদের নিকট থেকে ফুসলায়ে ওই জায়গা বাবদ আরো ১ লক্ষ টাকা নেয়। এর কিছু দিন পর ওই ব্যক্তিরা আবারও ৫ লাখ টাকা দাবী করেন। এতে ভোগদখলী ব্যক্তিরা দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ওই জায়গা বেদখল দেয়ার পায়তারা করতে থাকে এবং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদান করেন। এ দিকে রবিার সকালে অভিযুক্তরা আবারও সংঘবদ্ধ হয়ে ভোগদখলীয় ওই মহিলার বাড়িতে হামলা, ভাংচুর ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ওই জায়গা বেদখল দেয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রফিকুল ইসলাম
তাড়াশ, সিরাজগঞ্জ।
৩১.০৮.২০২৫