চারিদিকে বাংলাদেশ ক্রিকেটের যখন দুরবস্থা। ঠিক তখনই বাংলাদেশ ফুটবল দল জ্বলে উঠেছে। অভিজ্ঞ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ায়, এ দলের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। টাইগার শিবিরের বইছে এখন সুখের বাতাস।
সম্পতি ফিফার ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। যেখানে টাইগারদের হয়ে নিজের প্রথম গোলটি করে না হামজা দেওয়ান চৌধুরী। মাত্র ছয় মিনিটে এক অসাধারণ হেডে গোল করেন তিনি। এরপর আরো একটি গোল আসে বাংলাদেশের পক্ষ থেকে। সব মিলিয়ে ভুটানকে পরাজিত করে টাইগার শিবিরে এখন আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ।
গন সম্মেলনে এসে হামজা দেওয়ান চৌধুরী বলেন
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে মাত্র দুইটি ম্যাচ খেলেছেন হামজা। প্রথম ম্যাচে গোল না করতে পারলেও দারুণ ভূমিকায় ছিলেন তিনি। ভুটানের বিপক্ষে ম্যাচ ড্রয়ের পর তিনি বলেন। “তিন সিলেটি এখন জাতীয় দলে! ইনশাআল্লাহ সিঙ্গাপুরকে হারিয়ে দেশকে ও সিলেটকে গর্বিত করতে চাই।”
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ
১০ই জুন ২০২৫ তারিখে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। আইসিসির এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গ্রুপ সি তে বাংলাদেশের সাথে রয়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।
তালিকায় ১ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে টাইগাররা। এছাড়া ও তালিকায় থাকা বাকি দলগুলোর পয়েন্ট ১। বাংলাদেশ ফুটবল দল এর সামনে সুযোগ রয়েছে সিঙ্গাপুর কে হারানোর। সিঙ্গাপুর কে পরাজিত করতে পারলে হামজা রা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারবে।