আমজাদ হোসেন নওগাঁ।
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারের চারজনকে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার ছোটমুল্লোক গ্রামের আশরাফুল তার বাবা রফিজ উদ্দিন, মা আয়েশা ও স্ত্রী সাবিনা। পরের স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসা প্রদান করেন। এ ঘটনাই আশরাফুল বাদী হয়ে বিজ্ঞ ২নং নওগাঁ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।
এতে একই গ্রামের নুরু উদ্দিনের ছেলে শান্ত (২৫), মতিউরের ছেলে বাদল, রহিম, ও জসিম উভয় পিতা তছির উদ্দিন, রোজিনা পিতা জসিম, নুরুদ্দিনের স্ত্রী রেবেকা, রহিমের স্ত্রী রেনুকা, জসিমের স্ত্রী রাহেলা এই আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগী আশরাফুল বলেন ৩০ বছরের ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে বিবাদীগণ। এতে বাঁধা দিলে হামলা করে তারা আমাদের আহত করে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান ভোক্তভোগী পরিবার। তবে জসিম গংরা হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। উক্ত জমি আমাদের দখলে ছিল দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, যেহেতু কোর্টে মামলা থানায় তদন্ত দিয়েছে তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।