Tuesday, September 16, 2025

নওগাঁর মান্দায় বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করছে সাধারণ মানুষ

বাংলাদেশের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগ হচ্ছে রাজশাহী। আর এই রাজশাহী বিভাগের একটি জেলা উত্তরবঙ্গের নওগাঁ। এ জেলার মানুষ বেশ পরিচ্ছন্ন এবং পরিষ্কার। এ জেলা রাস্তাঘাটা অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন।

নওগাঁ জেলার একটি থানা মান্দা, এ থানার মানুষ আগে থেকেই বেশ পরিচ্ছন্ন। রাস্তাঘাট ও বিভিন্ন ধরনের সামাজিক কাজে এলাকার জনগণ এগিয়ে আসে। তেমনি ঘটনা ঘটেছে ‘বটতলা’ বাজার নামে একটি জায়গায়। যেখানে সাধারণ কৃষকগণ মাটি কেটে রাস্তা পরিষ্কার করছে। যেটা করার কথা ছিল সরকারের। সেই কাজটি এখন করছে এলাকার সাধারণ জনগণ।

প্রসাদপুর বাজার থেকে জোতবাজার রাস্তা পরিষ্কার হলো

মান্দায় আরেকটি উন্নয়নমূলক কাজ করছে জনসাধারণ। জনগণ সবাই মিলে উপজেলা প্রসাদপুর বাজার থেকে জোতবাজার পর্যন্ত রাস্তার গাছপালা কেটে পরিষ্কার করলো সাধারণ জনগণ।

“মানব সেবায় আমরা সব সময়” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রসাদপুর মেডিকেল মোড় থেকে ফতেপুর বাজার পর্যন্ত রাস্তার পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।

মান্দার এই রাস্তাটি নিয়ে এলাকার জনগণের মতামত

“বটতলা আমজাদের বাড়ি থেকে নাডাড়াঙ্গা গ্রামের আনসারের বাড়ি পর্যন্ত মাত্র ৮০০ মিটার রাস্তা এখনও কাঁচা অবস্থায় রয়েছে। এলাকাবাসীর বহুদিনের ভোগান্তির প্রধান কারণ এই রাস্তা। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির মধ্যে চলাচল করা আরও কষ্টকর হয়ে পড়ে—শিশুদের স্কুলে, রাস্তার পাশে বি.এন বি আইডিয়াল কলেজ আসা-যাওয়া, রোগী পরিবহন, কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত সবকিছুই দুঃসহ হয়ে ওঠে। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তা পাকা করে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা হোক। এমনটাই দাবি করছে এলাকার জনগণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments