Thursday, November 13, 2025

বাংলাদেশের চেয়ে বেশি শিরোপা জিতেছে উগান্ডা ক্রিকেট দল

টুর্নামেন্ট ছোট্ট হোক কিংবা বড়, আন্তর্জাতিক স্বীকৃতি মানেই তা অমূল্য। দেশের জার্সিতে সামান্য কিছু জয়ের স্বাদ পেলেই তা যেন স্বর্গীয়। ভারত পাকিস্তানের চেয়েও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেশি শিরোপা জিতেছে উগান্ডা। তালিকায় বাংলাদেশের অবস্থানই বা কত? চলুন জানি সেটাই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি টুর্নামেন্ট জয়ী দল উগান্ডা ও সংযুক্ত আরব আমিরাত। ২০২৫ এশিয়া কাপ জিতে তাদের পাশে নাম লেখালো ভারত ও। তারা পাঁচটি করে টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয় লাভ করেছে। বাহারাইন রোমানিয়া ও পাকিস্তান ৪ টি করে টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিতছে। উগান্ডা, বাহারাইনের জিতা টুর্নামেন্ট গুলো বিশ্বকাপ, এশিয়া কাপের মতো উচ্চমানের না হলেও আইসিসির স্বীকৃতি হওয়ায় এই তালিকায় তারা উঠে এসেছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি দল কোনো বহু-জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট জিততে পারেনি, দল দুটো হলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি এশিয়া কাপ ও আরো পাঁচটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। সর্বোচ্চ সাফল্য এসেছে রানার্স আপ হয়ে। ২০১৬ সালের এশিয়া কাপে ভারতের কাছে হার ও ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালে আবারো ভারতের বিপক্ষে পরাজয়। একই পরিণতি ভোগ করেছে দক্ষিণ আফ্রিকাও। তারা দুইবার ফাইনালে গিয়ে হেরে যায়। প্রথমে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে এবং এরপর জিম্বাবুয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে।

একটা টুর্নামেন্ট জয়ের অপেক্ষায় পুরো বাংলাদেশ। অন্তত দেশের জার্সি গায়ে একটা টুর্নামেন্ট জয় পাক টাইগাররা। সকল তারুণ্য নির্ভর দল, ওরা আত্মবিশ্বাসী, ওরা অদম্য সাহসী। তাই তো ওদের উপরে আরো একবার ভরসা করে গোটা জাতি। যতটুকু অভিমান, যত কিছু— কিন্তু দিন শেষে বাংলাদেশ ক্রিকেট মানেই তো গোটা জাতির এক অনন্য আনন্দ উপলক্ষ, এক গভীর আবেগের জায়গা, এক দারুণ ভালোবাসার জায়গা, প্রত্যাশা ও দু-মুঠো হাসির জায়গা।

মাসুম হোসেন ‘MR Masum’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments