বাংলাদেশকে নিয়ে একাধিকবার সেমিতে যায় ইংল্যান্ড। এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কাও। আফগানদের হারিয়ে বাংলাদেশের বন্ধু বনে যায় লংকানরা। এবার সেই বন্ধুর বিপক্ষে এই ২০ সেপ্টেম্বর মাঠে নামছে টিম টাইগার্স।
১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
২০১৫ বিশ্বকাপে ঐ আসরের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিতে গ্রুপ পর্বের ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে, ১ পয়েন্ট করে ভাগ হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। যার কারণে কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ।
১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে বাংলাদেশ
২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিশ্চিত হারা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর শেষ ম্যাচে ইংল্যান্ডের জন্য ছিলো নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ইংল্যান্ডকে জিততে হত তাহলে সেমিফাইনালে যেত বাংলাদেশ। আর সেই ম্যাচ জিতে ইংল্যান্ড টাইগারদের সাথে নিয়ে সেমিফাইনালে যায়।
২৫ এশিয়া কাপের সুপার ফোরে টাইগাররা
গতকালের ম্যাচে শ্রীলংকা আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করে আর এর মাধ্যমে সুপারফোর নিশ্চিত হয় টাইগারদের। পয়েন্ট টেবিলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শ্রীলঙ্কা এরপর তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান ও হংকং বাদ পড়লো গ্রুপ পর্ব থেকে।
এরকম আরও অনেক ঘটনা থাকতে পারে। তবে আজকে এটি উঠে এসেছে শ্রীলংকার আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর। আজকের দিনে এই টাইপের ঘটনাগুলো বারবার মনে পড়ে।
২৫ এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচগুলো
- ২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা
- ২১ সেপ্টেম্বর – ইন্ডিয়া বনাম পাকিস্তান
- ২৩ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম পাকিস্তান
- ২৪ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম ইন্ডিয়া
- ২৫ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাংলাদেশ
- ২৬ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়া