Tuesday, September 16, 2025

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন

সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর)প্রতিনিধিঃ

বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগের নিমিত্তে উন্মূক্ত লটারীর মাধ্যমে ডিলার বাছাই সম্পন্ন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, সমবায় অফিসার হাফিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী এবং আবেদনকারীগণসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। আবেদনকারীগণের মধ্য হতে অযোগ্যদের বাদ রেখে উন্মূক্ত লটারীর মাধ্যমে ডিলার বাছাই সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, ওএমএস ডিলার বলতে বুঝায় ওপেন মার্কেট সেলের (ওপেন মার্কেট সেল) ডিলার। বাংলাদেশ সরকার কর্তৃক নির্দিষ্ট দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য (যেমন চাল, আটা, চিনি ইত্যাদি) বিতরণের জন্য সরকার অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওএমএস ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই ডিলাররা খোলা বাজারে পণ্য বিক্রি করে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেন। ওএমএস ডিলারের কাজ মূলত সরকারের নির্ধারিত মূল্যে ডিলারেরা তাদের বিক্রয় কেন্দ্র থেকে নির্দিষ্ট পণ্য (যেমন চাল, আটা) বিক্রি করেন। তারা খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করেন।

প্রেরকঃ

সাদেকুল ইসলাম,

বিরল দিনাজপুর, থেকে। 

01764906966

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments