নওগাঁর মান্দায় ১১ নং কালিকাপুর ও ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের চকভোলা, চকদেবীরাম ও কালিনগর গ্রামের উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চকদেবিরাম মসজিদ তলা ঈদগাহ মাঠ সংলগ্ন বিলে হাজারো মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন কানাডা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, নওগাঁ-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাদিকুল ইসলাম সোহাগ। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নৌকা বাইচের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান , মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র ১ নং সদস্য ডা. ইকরামুল বারী টিপু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ, মান্দা উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব সাজ্জাদ আহমেদ সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালাম, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান গুদু, জিয়া সাইবার ফোর্স মান্দা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা ও মান্দা মোমিন শাহানা সরকারী কলেজ ছাত্রদলের সি: যুগ্ন সাধারণ সম্পাদক রিসালাত সাজিদ, জাতীয়তা বাদী সমবায় দল নওগাঁ জেলার সি: সহভাপতি মতিন মোরাদ,নুরুল্যাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম রফিকুল ইসলাম সরদার। সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদল। এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম তুফানি, সাধারণ সম্পাদক নুরুল্যাবাদ ইউনিয়ন শ্রমিক দল ও যুবদল নেতা মুক্তার হোসেন.
প্রতিযোগিতা ঘিরে বিলে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।