বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে সবার উপরে রয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান। ধনী ৫ টি বোর্ড ওডিআই, টেস্ট ও টি-টোয়েন্টি তিন ফরমেটেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সাথে যুক্ত রয়েছে।
সেরা ৫ টি বিশ্বের ধনী ক্রিকেট দল
- বিসেসিআই (ভারত) – ২০,৬৮০+ কোটি
- সিএ (অস্ট্রেলিয়া) – ৬৬০ কোটি
- ইসিবি (ইংল্যান্ড) – ৫০০ কোটি
- পিসিবি (পাকিস্তান) – ৪৫০+ কোটি
- বিসিবি (বাংলাদেশ) – ৪৫০ কোটি
১০-০৫-২০২৫ ইংরেজি সর্বশেষ আপডেট করা হয়েছে
সেরা ৫টি ধনী ক্রিকেট দলের বিস্তারিত তালিকা
বিসিসিআই (ভারত): এটি ভারতের ক্রিকেটের গভর্নিং বডি। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই বোর্ডের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। সবথেকে বেশি টাকা ভারতের।
সিএ (অস্ট্রেলিয়া): এটি বিশ্বের দ্বিতীয় ধনী ক্রিকেট দল। তাদের মোট সম্পদ ৬৫০+ কোটি টাকা। এরা রয়েছে ২য় তে।
ইসিবি (ইংল্যান্ড): এটি তৃতীয় ধনী ক্রিকেট বোর্ড। তাদের মোট সম্পদ প্রায় ৫০০ কোটি টাকা। আর তাদের অবস্থান ৩য়।
পিসিবি (পাকিস্তান): পূর্বে পাকিস্তান পঞ্চম স্থানে ছিল তবে বর্তমানে বাংলাদেশকে পিছনে ফেলে তারা চতুর্থ স্থানে উঠে গিয়েছে। তাদের মোট সম্পদ ৪৫৮ কোটি টাকা। ৪.৫ মিলিয়ন টাকা নিয়ে অবস্থান করছে পাকিস্তান।
বিসিবি (বাংলাদেশ): বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন উপায়ে কাজ করে থাকে। তাদের মোট সম্পদ ৪২৫ কোটি টাকা। পাকিস্তানের পরেই অবস্থান করছে বাংলাদেশ।
উক্ত ভোটগুলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ করে। এছাড়াও ভোটগুলো আইসিসি সহ ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবগুলো নিয়ম-কানুন মেনে চলে। দেশের ক্রিকেট উন্নয়ন এবং বিভিন্ন ধরনের ঘরোয়া লিগগুলোতে বোর্ড গুলোর ভূমিকা সব থেকে বেশি। সব মিলিয়ে নিজ দেশের নিজ নিজ বোর্ড সবথেকে বেশি ভূমিকা পালন করে।
আমাদের অন্যান্য পোস্টগুলো পড়ুন এখানে