Tuesday, September 16, 2025

৯৪ রানে পরাজিত হংকং এর মুখোমুখি বাংলাদেশ

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় হংকং। এবার দ্বিতীয় ম্যাচে টাইগারদের মোকাবেলা করবে দলটি। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দেশ। চলুন এই ম্যাচ কে ঘিরে জেনে নেই গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড নিয়ে তথ্যাদি

লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ইতিমধ্যে দুবাইয়ে বাংলাদেশের স্কোয়াডটি রয়েছে। লিটন দাসের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে রয়েছেন নুরুল হাসান সোহান। এছাড়া অনেক রয়েছেন উইকেট কিপার হিসেবে। বোলার হিসেবে মোস্তাফিজের সঙ্গী রয়েছেন শরিফুল, তানজিম সাকিব ও তাসকিন রা। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন, জাকির আলী, তানজিদ হাসান তামিম তৌহিদ হৃদয় রা।

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা

২০২৫ সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে বাড়তি উন্মাদনা তৈরি করেছে বাংলাদেশ। কেননা লিটন দাসের হাত ধরে টি-টোয়েন্টি ফরমেটে পর পর চারটি সিরিজ জয় করেছে টাইগাররা। এই তালিকায় বাংলাদেশ পরাজিত করেছে নেদারল্যান্ড ,পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে। টি-টোয়েন্টিতে টাইগারদের এমন সাফল্য নিঃসন্দেহে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

হংকং এর বিপক্ষে বাজে স্মৃতি রয়েছে বাংলাদেশের

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে হংকং এর সাথে পরাজিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে মাত্র ১০৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আর টাইগারদের বিপক্ষে মাঠে নেমে আট উইকেট হারিয়ে ১১৪ রান তুলে হংকং। ফলে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। সেই শুভ স্মৃতি নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে চায়না দলটি। যদিও প্রথম ম্যাচে বাজেভাবে পরাজিত হয়েছে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments